Bengal Budget 2023: দুয়ারে পঞ্চায়েত, বাজেটে প্রকল্পের বরাদ্দ বাড়াতে চায় রাজ্য

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরই জনমুখী বাজেট পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Bengal Budget 2023:  দুয়ারে পঞ্চায়েত,  বাজেটে প্রকল্পের বরাদ্দ বাড়াতে চায় রাজ্য

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তারই মধ্যে আজ বুধবার পেশ করা হবে রাজ্য বাজেট। এদিন দুপুর ২টোর সময় বাংলার বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে ভোটের আবহে ময়দানে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখা অন্যদিকে, আর্থিক সঙ্কটেও জনমুখী প্রকল্পে বড় কোনও ঘোষণা করা হবে কিনা সেদিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। 

সূত্রের খবর, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরই জনমুখী বাজেট পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন বাজেট পেশ করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলার বাজেটে আগামী অর্থবর্ষের জন্য জীবন-জীবিকা, বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ বাড়াতে পারে রাজ্য সরকার। এখন দেখার কতদূর কী হয়! 

এদিকে বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন, তাই মূলত গ্রামাঞ্চলের মানুষের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিয়ে ভাববেন বলে মনে করা হচ্ছে। এমনিতেই কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারে বিপুল খরচ হয় রাজ্যের। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কীভাবে বাজেট সাজাবেন, তা হবে লক্ষ্যণীয়। উল্লেখ্য, দিদির দূত কর্মসূচিতে রাজ্যের নেতাদের সামনে গ্রামের সমস্যার কথা বারবার তুলে ধরেছেন সাধারণ মানুষ। রাস্তা, পানীয় জল, বিদ্যুতের মতো অপরিহার্য বিষয়গুলির কথা উঠে এসেছে। শুধু পঞ্চায়েত নয়, বছর ঘুরলেই তোড়জোড় শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের, যা তৃণমূল সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই সে কথা মাথায় রেখেও পরিকল্পনা করতে হবে এখন থেকেই।