আদালত নিয়ে অবমাননাকর মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে হাইকোর্টে বিকাশরঞ্জন

বিকাশ ভট্টাচার্য আঞ্চলিক এবং ইংরেজি উভয় সংবাদপত্রের ক্লিপিংসও জমা দিয়েছেন আদালতে। সেই সঙ্গে আদালতের কাছে তিনি আবেদন করেছেন, আদালতকে এই বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করতে হবে কারণ এজি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার সম্মতি দেবেন না। আরও জানুন...

আদালত নিয়ে অবমাননাকর মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে হাইকোর্টে বিকাশরঞ্জন
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন আইনজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতকে স্বতন্ত্রভাবে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের স্বতঃপ্রণোদনা গ্রহণের জন্য আদালতের কাছে প্রার্থনা করেছি। মুখ্যমন্ত্রী হাইকোর্টের বিচারকদের পক্ষপাতদুষ্ট বলেছেন এবং 'হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন। এটা অপরাধমূলক অবমাননা। আমি সংবাদপত্রের রিপোর্ট জমা দিচ্ছি। যেহেতু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই আবেদনের সম্মতি দেবেন না, তাই আমি প্রার্থনা করছি আমার এই আবেদনটি আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করুক। মুখ্যমন্ত্রী বলছেন, পুরো হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে। আমরা অনেক কষ্ট করে মামলা করি। বিচারকরা আমাদের কথা শুনেন এবং তারপর আদেশ দেন। তিনি বলেছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিচারকরা পক্ষপাতদুষ্ট। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে। এটা আমাদের উপহাসের মধ্যে ফেলেছে। এগুলি কেবল হাইকোর্টকে উপহাস করার জন্য অবিরাম প্রচেষ্টা।'

আরও পড়ুন: https://www.tribetv.in/TMC-Candidate-Kalyan-Banerjee-make-controversy-to-asked-Kanchan-Mallick-to-leave-his-car

বিকাশ ভট্টাচার্য আঞ্চলিক এবং ইংরেজি উভয় সংবাদপত্রের ক্লিপিংসও জমা দিয়েছেন আদালতে। সেই সঙ্গে আদালতের কাছে তিনি আবেদন করেছেন, আদালতকে এই বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করতে হবে কারণ এজি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার সম্মতি দেবেন না।  মুখ্যমন্ত্রীর একই মন্তব্যকে চ্যালেঞ্জ করে আরেকটি আবেদনও দায়ের করেছেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী কৌস্তুভ বাগচী। আবেদনকারীর বক্তব্য শুনে প্রধান বিচারপতি এই বিষয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন এবং তা শুনানির জন্য তালিকাভুক্ত করেছেন।