WB Panchayat Poll2023: ভোটের দিন নন্দীগ্রামেই শুভেন্দু, আদালতে বড় ধাক্কা বিরোধী নেতার

রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আদালতকে জানানো হয়, হাইপ্রোফাইল সকল নেতার জন্যই এই  বিধিনিষেধ লাগু করা হয়েছে।

WB Panchayat Poll2023:  ভোটের দিন নন্দীগ্রামেই শুভেন্দু, আদালতে বড় ধাক্কা বিরোধী নেতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের দিন শুভেন্দু অধিকারীর গতিবিধিতে লাগাম টানলো কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিকেই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
 শুভেন্দু অধিকারীর আবেদন ছিল, কাঁথি থানা ভোটের দিন তার গতি বিধির উপর বিধি নিষেধ আরোপ করেছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা।  

কোট সম্পর্কে বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা জানান, ভোট  শান্তিপূর্ণ  ও অবাধ নির্বাচন কমিশন নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আদালতকে জানানো হয়, হাইপ্রোফাইল সকল নেতার জন্যই এই  বিধিনিষেধ লাগু করা হয়েছে। এটা শুধু শুভেন্দুর একার নয়। সকল হাই প্রোফাইল নেতার জন্য এই নিয়ম রয়েছে। এরপরই বিচারপতি অমৃতা সিনহা জানান, ভোট শান্তিপূর্ণ করতে কমিশনের এ বিজ্ঞপ্তি ঠিক আছে। যারফলে শুভেন্দুর করা আবেদন শুনানিতে ধোপে টিকল না। শুক্রবার কমিশনের নির্দেশকে বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

আরও জানা গিয়েছে, শনিবার ৮ জুলাই পঞ্চায়েত ভোট। আর সেদিন নন্দীগ্রামের বাইরে যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ মামলার শুনানি হয় শুক্রবার। বিচারপতি জানতে চান, কেন কাঁথি থানা এই নোটিশ দিল। পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, বেশির ভাগ সময়ই কাঁথিতে থাকেন শুভেন্দু অধিকারী। তাই কাঁথি থানার আইসি এই নোটিশ দিয়েছেন। এরপরই বিচারপতি সিনহা জানিয়ে দেন, কমিশনের নির্দেশই বহাল থাকবে।