উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ে দুর্ভোগ চরমে, বর্ষার খামখেয়ালিপনায় গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের

হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর উপর দিয়ে যে পরিমাণ জলীয় বাষ্প আসছে তাতে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। জানুন বিস্তারিত...

উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ে দুর্ভোগ চরমে, বর্ষার খামখেয়ালিপনায় গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগে উত্তরবঙ্গবাসী। দক্ষিণে সেইভাবে বৃষ্টির দেখা নেই। বর্ষার খামখেয়ালিপনায় ভুগছে পশ্চিমবাংলা। তবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামী সপ্তাহের সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

গাঙ্গেয় উপকূলে মৌসুমি বায়ু প্রবেশ করেছে মাস খানেক হয়েছে। তবে এখনও ভারী বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গবাসী। উল্টে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর উপর দিয়ে যে পরিমাণ জলীয় বাষ্প আসছে তাতে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। ১১ ও ১২ জুলাই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি। ১৩ জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। শহর কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। মাঝে মধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও আগামী সাতদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও।   

আরও পড়ুন: https://tribetv.in/West-Bengal-Task-Force-visit-to-coochbehar-vegetables-market-to-inspection-of-vegetables-price

একদিকে ভারী বৃষ্টির জন্য চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী। অন্যদিকে একই রাজ্যের উত্তরে টানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যয়ের খেল দেখছে বাংলা। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, মহানন্দা, জলঢাকা সহ উত্তরবঙ্গের একাধিক নদী। তিস্তার জল উঠে এসেছে জলপাইগুড়ি বাজারে। ভারী বৃষ্টির জেরে ধস নেমে অবরুদ্ধে  দার্জিলিং, কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগকারি প্রধান মাধ্যম জাতীয় সড়ক। 

আরও পড়ুন: https://tribetv.in/Bishnupur-court-order-to-lifetime-jail-sentence-seven-man-for-the-allegation-of-mass-beating-case

আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনও দিশাই দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি লালা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতেই ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহ। আবহাওয়ার খামখেয়ালিপনায় ভুগছে গোটা পশ্চিমবঙ্গবাসী। তবে আপাতত আবহাওয়ায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।