Durga Puja Mega Rally 2022: শহরজুড়ে উৎসবের আমেজ, 'ধন্যবাদ মিছিল' ঘিরে সাজসাজ রব তিলোত্তমায়

বিভিন্ন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় জেলার স্কুলগুলি থেকে অংশগ্রহণ করতে পারেন তবে তারা তাদের বিদ্যালয় পোশাক পড়েই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

Durga Puja Mega Rally 2022: শহরজুড়ে উৎসবের আমেজ, 'ধন্যবাদ মিছিল' ঘিরে সাজসাজ রব তিলোত্তমায়

ট্রাইব টিভি ডিজিটাল: দুর্গা পুজোর আর হাতে গোনা মাত্র ৩০ দিন। তার আগেই শহরজুড়ে উৎসবের মরশুম। আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতিকে সম্মান জানিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুর ২'টো থেকে শুরু হবে এই ধন্যবাদ মিছিল। পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। 

কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। এবার পুজো নিয়েও পদযাত্রাতে বিশেষ গুরুত্ব পাচ্ছে "লক্ষ্মীর ভান্ডার"। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে মোট ১৭ দফা গাইড লাইন জারি করা হয়েছে। মূলত কলকাতার পাশাপাশি জেলাগুলিকে কী ভাবে এই পদযাত্রার আয়োজন করা হবে তা নিয়ে বিশেষ গাইডলাইন দিয়েছে নবান্ন।

সেই গাইডলাইনেই বলা হয়েছে, ওই পদযাত্রায় লক্ষ্মীর ভান্ডারের মহিলারা সংখ্যায় ৫০০ থেকে ৭৫০ জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। তবে শুধু লক্ষ্মীর ভান্ডারের মহিলারাই নয়, জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরাও ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। 

নবান্ন সূত্রে খবর, নির্দেশিকায় বলা হয়েছে জেলাগুলিতে কোথায় এই পদযাত্রা হবে তা ওই জেলার প্রশাসন ও পুজো কমিটির সঙ্গে আলোচনা করেই স্থির করে করতে বলা হয়েছে। জেলার প্রতিটি দুর্গাপূজা কমিটি ও পার্শ্ববর্তী এলাকার গুরুত্বপূর্ণ পুজো কমিটিগুলিকে নিয়েই এই পদযাত্রা করতে হবে।

 পুজো কমিটিগুলি তাঁদের সদস্যদের নিয়ে নানান ধরনের সংস্কৃতি অনুষ্ঠান করবেন। তবে মেয়েদের শঙ্খ নিয়ে পদযাত্রায় অংশ নিতে হবে। প্রতিটি পুজো কমিটির কাছেই তাদের ব্যানারসহ পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। পদযাত্রায় ওই জেলার সর্বাধিক ১০০ জন লোকপ্রসার শিল্পী কে নেওয়া যেতে পারে। 

পাশাপাশি বিভিন্ন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় জেলার স্কুলগুলি থেকে অংশগ্রহণ করতে পারেন তবে তারা তাদের বিদ্যালয় পোশাক পড়েই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও যারা পদযাত্রায় অংশগ্রহণ করবেন তাঁদেরকে রঙিন ছাতায় ব্যবহার করতে হবে। কোনও রকম কালো ছাতা ব্যবহার করা যাবে না। পাশাপাশি পথযাত্রায় যথাযথ ব্র্যান্ডিং করতে হবে এবং তার জন্য হোর্ডিং, লোগোর যথাযথ প্রচার করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

প্রসঙ্গত, বলা যেতে পারে বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেকটি জেলাকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে কলকাতা পাশাপাশি জেলাগুলিতেও যে একই দিনে একই সময় পদযাত্রার আয়োজন হবে, সেই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। আর সেই পদযাত্রাকে কেমন ভাবে সাজিয়ে তুলতে হবে সে নিয়েই ১৭ দফা গাইডলাইন দেওয়া হয় নবান্নের তরফে।