ED Raid Bishnupur: রাজ্যের আরও এক বিধায়কের বাড়ি-চালকলে আয়কর হানা

এদিন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিধায়ক কার্যালয়ে কেন্দ্রীয় এজেন্সির হানা দেয়। সকাল থেকেই বিধায়কের অফিসের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত জানুন...

ED Raid Bishnupur: রাজ্যের আরও এক বিধায়কের বাড়ি-চালকলে আয়কর হানা
বিধায়ক তন্ময় ঘোষের বাড়িতে ইডি তল্লাশি (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পুজো মিটতেই দুর্নীতির বিরুদ্ধে ফের সরব হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)।  প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার ইডি স্ক্যানারে বাঁকুড়ার বিষ্ণুপুরের TMC বিধায়ক তন্ময় ঘোষ। বুধবার সকালে বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও রাইস মিলে যৌথ তল্লাশি অভিযান চালায় ED এবং আয়কর। সূত্রের খবর, বিধায়ক তন্ময় ঘোষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে BJP-র টিকিটে জিতেছিলেন। পরে তিনি যোগ দেন শাসক শিবির TMC-তে। 

জানা গিয়েছে, এদিন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিধায়ক কার্যালয়ে কেন্দ্রীয় এজেন্সির হানা দেয়। সকাল থেকেই বিধায়কের অফিসের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফৎ খবর,  বিষ্ণুপুরের চূড়ামণিপুর এলাকায় বিধায়কের পরিবারের একটি রাইস মিল আছে। শুধু তাই নয়, ওই এলাকায় বিধায়কের একটি লজ আছে বলেও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও তার একটি মদের দোকানেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। 

অন্যদিকে, শুধু বিধায়কের অফিস ঘরেই নয়, বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের নামে একটি চালকল রয়েছে। সেখানেও পৌঁছে গিয়েছেন আয়কর অফিসাররা। স্থানীয় সূত্রে খবর, আয়কর দফতরের প্রায় ৫-৬ জনের একটি টিম সেখানে পৌঁছে গিয়েছে। সেখানেও চালকলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কী কারণে এই আয়কর হানা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তন্ময় ঘোষ বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে ভোটে জিতেছিলেন। পরবর্তীতে বিধায়ক হওয়ার পর তিনি যোগ দেন তৃণমূলে। বিধানসভার খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক হলেও, তন্ময় ঘোষ এখন তৃণমূলের লোক।