পুলিশ মেসে কুকুরের খাওয়ার অযোগ্য খাবার পরিবেশনের অভিযোগ, কাঠগড়ায় যোগী রাজ্য

ভাইরাল ওই ভিডিয়োতে মনোজ কুমার আরও দেখিয়েছেন, তাঁর হাতে যে থালা রয়েছে তাতে জলের মতো ডাল, আধ কাঁচা রুটি এবং ভাত।

পুলিশ মেসে কুকুরের খাওয়ার অযোগ্য খাবার পরিবেশনের অভিযোগ, কাঠগড়ায় যোগী রাজ্য

ট্রাইব টিভি ডিজিটাল: যে পুলিশ দিনরাত ২৪ ঘণ্টা রাজ্যের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে একভাবে কাজ করে চলেছে, সেই পুলিশের পাতে কি না পড়ছে নিম্নমানের খাবার। এমনই অভিযোগ জানিয়ে সরব খোদ যোগী রাজ্যের পুলিশ। 

সম্প্রতি এক পুলিশকর্মীর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক পুলিশ কনস্টেবল খাবারের থালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কেঁদে চলেছেন। মনোজ কুমার নামের ওই কনস্টেবল জানিয়েছেন, তিনি যে পুলিশের মেসে থাকেন সেখানে তাঁদেরকে অত্যন্ত নিম্নমানের খাবারের দেওয়া হয়। যা কি না কুকুরের খাওয়ারও অযোগ্য বলে দাবি করেন তিনি। 

ভাইরাল ওই ভিডিয়োতে মনোজ কুমার আরও দেখিয়েছেন, তাঁর হাতে যে থালা রয়েছে তাতে জলের মতো ডাল, আধ কাঁচা রুটি এবং ভাত। যা একেবারে মানুষের খাওয়ার অযোগ্য। তিনি বলেন, ''এই আধপেটা অখাদ্য খাবার খেয়ে তাঁরা কীভাবে ১২ ঘণ্টা ডিউটি করবেন''! তিনি আরও অভিযোগ করে জানান, মেসোর এই নিম্নমানের খাবার নিয়ে পুলিশ সুপারিটেন্ডেন্টকে একাধিকবার অভিযোগ জানানো হলেও তিনি কোনও পদক্ষেপই নেননি। 

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আশ্বাস সত্ত্বেও, পুলিশ কর্মীদের পুষ্টিকর খাদ্য, তাদের ভাতা বাড়ানো হবে, তবুও  তার বদলে তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ। তিনি আরও অভিযোগ করে বলেন, পুলিশ কর্মীদের নিম্নমানের খাবার সরবরাহ এ সবই সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং ডিসিপির কেলেঙ্কারীর ফল। 

এদিকে এই ঘটনায় কনস্টেবল মনোজ কুমারকে শেষ পর্যন্ত অন্য পুলিশ কর্মীরা তার প্রতিবাদের জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। মেসে নিম্নমানের খাবার নিয়ে তার অভিযোগের ভিডিও প্রকাশের পর, ফিরোজাবাদ পুলিশ সিও সিটিকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন বলে জানা গিয়েছে।