বন্যাদুর্গত এলাকায় মেডিক্যাল ক্যাম্প জুনিয়র চিকিৎসকদের, শুক্রবার থেকেই শুরু ত্রাণ বিলি কর্মসূচি

জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে জানানো হয়েছে, এই কঠিন সময়ে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকতে, তাঁদের পরিষেবা দিতে তাঁরা বদ্ধপরিকর। জানুন বিস্তারিত...

বন্যাদুর্গত এলাকায় মেডিক্যাল ক্যাম্প জুনিয়র চিকিৎসকদের, শুক্রবার থেকেই শুরু ত্রাণ বিলি কর্মসূচি
বন্যা বিধ্বস্ত মানুষের পাশে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিভিসির ছাড়া জল ও লাগাতার বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। একাধিকবার আরজি কর আবহে বন্যা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার কর্মবিরতি প্রত্যাহারের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় চিকিৎসা শিবির শুরু করার কথাও ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। শুক্রবার থেকেই এই পরিষেবা চালু। 

দক্ষিণবঙ্গের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় আরজি কর ছাড়াও যাচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজ থেকে একটি করে দল। পানীয় জল, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে জানানো হয়েছে, এই কঠিন সময়ে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকতে, তাঁদের পরিষেবা দিতে তাঁরা বদ্ধপরিকর।

আরও পড়ুন: https://tribetv.in/WB-CM-Mamata-Banerjee-visits-flood-affects-areas-in-Bengal

পুজোর মুখে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে রাজ্য সরকারের (State Government)। চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই বাংলার নানা প্রান্ত ঘুরে দেখে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকায় গিয়েছিলেন তিনি। এছাড়াও ঘাটাল, পাঁশকুড়া সহ একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতি নিয়ে ক্ষোভ প্রকাশও করেন তিনি।

সাফ বলেন, “এখন মেডিক্যাল ক্যাম্প খোলা দরকার। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। চিকিৎসকদের বলব, শুভবুদ্ধির উদয় হোক। প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ। এটা রাজনীতি করার সময় নয়।” এরই মধ্যে ডাক্তারদের ধর্না উঠে গেলে তা যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এবার, বন্যাকবলিত এলাকাগুলিতে জুনিয়র ডাক্তারেরা ক্যাম্প করবেন বলেও জানান। শুক্রবার সকালেই তাঁদের দল রওনা দিচ্ছে।