আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনি, গ্রেফতার ৬

স্থানীয় কয়েকজন সমবয়সী যুবকের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ চলছিল তার। রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিল সায়নদীপ। তখনই সেখানে তাঁর ওপর হামলা চালায় ৮ – ১০ জন যুবক।

আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনি, গ্রেফতার ৬
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সালিশি সভা ডেকে মাতব্বরি থেকে গণপিটুনি। লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই রাজ্য উত্তরোত্তর বেড়েই চলেছে গণপিটুনির নামে সামাজিক এই সংক্রমণ। চোপড়াকাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগণার আড়িয়াদহে। মাঝরাতে মা ছেলেকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।  

রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ বেলঘরিয়ার আড়িয়াদহে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খান কলেজ পড়ুয়া ছেলে ও তাঁর মা। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ২ জনেই। মঙ্গলবার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে  আসতেই এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  কামারহাটি পৌরসভার ১১ নন্বর ওয়ার্ডের অন্তর্গত কেদারনাথ সিংহ রোডে নিজের বাড়ির সামনে বসে সূর্য দাস এবং সায়ন দ্বীপ পাঁজা নামে দুই যুবক কথা বলছিল।

আরও পড়ুন: https://tribetv.in/A-man-was-injured-after-a-tree-fall-on-Harish-Mukherjee-road

স্থানীয় কয়েকজন সমবয়সী যুবকের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ চলছিল তার। রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিল সায়নদীপ। তখনই সেখানে তাঁর ওপর হামলা চালায় ৮ – ১০ জন যুবক। বেধড়ক মারধর করা হতে থাকে সায়নদীপকে। ছেলেকে আক্রান্ত হতে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন সায়নদীপের মা। তাঁকেও বেপরোয়া ভাবে মারে দুষ্কৃতীরা। মারের চোটে তাঁর দাঁত ভেঙে যায় তার। 

আরও পড়ুন: https://tribetv.in/no-heavy-rain-in-Kolkata-and-south-Bengal-right-now-forecast-by-Alipore-weather-office

এদিকে দিন যত যাচ্ছে রাজ্য জাঁকিয়ে বসছে পেটাই কালচার! বনগাঁ, অশোকনগর, বা্রাকপুর, চোপড়ার পর এবার আড়িয়াদহ। জেলায় জেলায় গণপিটুনির খবর প্রকাশ্যে আসতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বাম-বিজেপি উভয় শিবিরই।  আইনের শাসন আর মানছে না । এটা একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বলেও তোপ দেগেছেন তাঁরা। শুধু তাই নয়, পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানানো হয়েছে সিপিএমের তরফে। তবে এখন দেখার রাজ্য প্রশাসনের চেষ্টায় গণপিটুনির এই মারাত্মক সংক্রমণ কতদিনে নির্মূল হয়।