মহানগরীতে মুখোমুখি মোদি-মমতা, নিরাপত্তার মোড়কে শহর কলকাতা

আজ শহরে মেগা ডুয়েল। মমতা মোদির একগুচ্ছ কর্মসূচি। কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে? কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন? জানুন বিস্তারিত...

মহানগরীতে মুখোমুখি মোদি-মমতা, নিরাপত্তার মোড়কে শহর কলকাতা
ফাইল চিত্র

অভ্রদ্বীপ দাস, কলকাতা: শেষ দফা ভোটের আগে হাইভোল্টেজ মঙ্গলবার। শহর কলকাতায় আজ দুই মহারথীর বিগ ইভেন্ট। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ঠাঁসা কর্মসূচি কলকাতা জুড়ে। মিছিলের জোড়াফলায় শহরে আজ একাধিক জায়গায় নিয়ন্ত্রনে যানচলাচল। বন্ধ একাধিক রাস্তা। 

মঙ্গলবার সারাদিনই ভিভিআইপি মুভমেন্ট থাকবে শহর কলকাতায় (Kolkata)। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে কোন গাফিলতি না হয়, তার জন্য নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। মিছিলের রুট থেকে শুরু করে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে, প্রয়োজনে মিছিল চলাকালীন সময় একাধিক রাস্তা বন্ধ হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। নজর রাখা হবে যানবাহনগুলির গতি প্রকৃতির ওপর। ইতিমধ্যেই, কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে দু'দিনের ট্রাফিক অ্যাডভাইসারি।

আরও পড়ুন: https://tribetv.in/Father-and-son-died-in-purba-Burdwan-memari-areas-due-to-electrocute

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে? কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন? এক বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। 
ফারলং গেট থেকে খিদিরপুর রোড, J&N আইল্যান্ড। রেড রোড থেকে আরআর অ্যাভিনিউ, গভার্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেডের পূর্ব দিক থেকে এসপ্ল্যানেড ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে JM অ্যাভিনিউ হয়ে গিরিশ অ্যাভিনিউ। কেভিভি অ্যাভিনিউ থেকে NK সাহা লেন হয়ে উদ্বোধন লেন থেকে ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে শ্যামবাজার পাঁচ মাথা মোড়। বিধান সরণি ও কলেজ স্ট্রিট হয়ে অরবিন্দ সরণি ও বিডন স্ট্রিট হয়ে বিবেকানন্দ রোড থেকে গিরিশ পার্ক ক্রসিং ধরে বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে লালবাজার স্ট্রিট থেকে বিবাদী বাগ পূর্ব হয়ে পুরনো কোর্ট হাউস স্ট্রিট পর্যন্ত, দুপুর ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত সমস্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন: https://tribetv.in/Kolkata-Metro-Rail-service-restarts-after-4-hours-resumed

এছাড়াও অন্যান্য সমস্ত প্রাইভেট কার, ট্যাক্সি, দু-চাকার যানবাহন গুলির গতি প্রকৃতির ওপর বিশেষ নজর রাখা হবে। এছাড়াও এই রাস্তাগুলিতে VVIP মুভমেন্ট দেখে, কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন আদেও এই এলাকাগুলিতে পার্কিং করা যাবে কিনা, প্রয়োজনমত মিছিলের সময় অর্থাৎ বিকাল সাড়ে ৫ টার পর এই রাস্তাগুলি বন্ধ করারও সিদ্ধান্ত নিতে পারেন কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, শহর কলকাতা জুড়ে ঠাঁসা কর্মসূচি। বিরাটি বণিক পাড়া মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের রোড শো দুপুর তিনটের সময়। যার জন্য এই সমস্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মিছিলের সময় এই রাস্তাগুলি প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে। এন্টালি মার্কেট থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত বিকাল ৫ টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, মিছিলের শুরুর সময় এন্টালি থেকে পার্ক পার্ক সার্কাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: https://tribetv.in/Cyclonic-storm-Remal-moves-closer-to-the-coast-as-rain-starts-in-Kolkata

সন্ধ্যা ৬ টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বেহালা চৌরাস্তায় জনসভা। সকাল থেকেই বেহালা (Behala) চৌরাস্তা চত্বর এবং বেহালা চত্বরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। প্রয়োজন পড়লে জনসভা চলার সময় রাস্তা বন্ধ করা হতে পারে।

বুধবার ২৯ তারিখ সকাল ৮-টা থেকে দুপুর সাড়ে ১২-টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট থেকে রানী রাসমণি এভিনিউ হয়ে রেড রোড থেকে জেসন এন্ড নিকোলাস আইল্যান্ড হয়ে খিদিরপুর রোড থেকে ১১ নম্বর ফারলং গেট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে। রাজভবনের আশেপাশে সম্পূর্ণ এলাকায় মঙ্গলবার সকাল ৬-টা থেকে বুধবার রাত দশটা পর্যন্ত সমস্ত রকম ভারী পন্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে।