প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবার পাল্টা সরকারি ত্রাণ লুকানোর অভিযোগ

সোমবার অভিযুক্ত নির্মল মান্না দাবি করেন, পঞ্চায়েত প্রধানের নিজস্ব গোডাউনেই সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। তাই প্রধানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জানুন বিস্তারিত...

প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবার পাল্টা সরকারি ত্রাণ লুকানোর অভিযোগ
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত থেকে সরকারি ত্রাণের সামগ্রী লুট হওয়ার অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত প্রধান। এবার সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই সরকারি ত্রাণ নিজের গোডাউনে লুকিয়ে রাখার পাল্টা অভিযোগ তুললেন অভিযোগকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের ধান‍্যঘোরী গ্রাম পঞ্চায়েতে। 

উল্লেখ্য, রবিবার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া অভিযোগ করেছিলেন, নির্মল মান্নার নেতৃত্বে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও তাঁদের স্বামীরা পঞ্চায়েতে থাকা ৮৭৫টি ত্রিপল, বাচ্চাদের খাবার, চিঁড়ে গুড়, চাল ইত্যাদি লুট করে নিয়ে যায়। এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগ জানান তিনি। কিন্তু, সোমবার অভিযুক্ত নির্মল মান্না দাবি করেন, পঞ্চায়েত প্রধানের নিজস্ব গোডাউনেই সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। তাই প্রধানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন: https://www.tribetv.in/tribal-woman-harassed-head-shaved-in-islampur-for-extramarital-affair

যদিও এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানের দাবি, তাঁর গোডাউনে যে জিনিসপত্র রয়েছে সেগুলি লুটের পরে আসা নতুন মালপত্র। সন্ধ্যায় পঞ্চায়েত ভবন বন্ধ থাকায়  সেগুলি তিনি নিজস্ব গোডাউনে রাখতে বাধ্য হয়েছিলেন। উল্লেখ্য, বিজেপির পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই নির্মল মান্না এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও বিজেপিরই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ‍্যে চলে এল।