আখের ছিবড়া দিয়ে তৈরি দুর্গা প্রতিমা, বাঁকুড়ার গৃহবধূর তুলিতেও নির্যাতিতার ছাপ

একদিকে যেমন দুর্গতিনাশিনী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার রুপ তিনি ফুটিয়ে তুলেছেন, অন্যদিকে তেমনি এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখা মেলে। যার চোখে মুখে ফুটে উঠেছে নির্যাতনের ছাপ। জানুন বিস্তারিত...

আখের ছিবড়া দিয়ে তৈরি দুর্গা প্রতিমা, বাঁকুড়ার গৃহবধূর তুলিতেও নির্যাতিতার ছাপ
আখের ছিবড়া দিয়ে তৈরি দুর্গা প্রতিমা (নিজস্ব চিত্র))

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: 'যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন' বলার দিন শেষ। এবার বোধহয় বলতে হবে 'যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন আবার তিনি সংসার-সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরী করেন'। তবে তিনি অন্য কেউ নন, বিগত কয়েক বছর ধরে শারদোৎসবের আগে বাড়িতে বসেই ফেলে দেওয়া অথচ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরী করে সংবাদ শিরোনামে বাঁকুড়া শহরের বাসিন্দা অর্পিতা সরকার।

তবে এবার আর ভুট্টার খোসা, রসুনের খোসা কিংবা তেজপাতা দিয়ে নয়, চলতি বছরে এক চালা দেবী প্রতিমার পুরোটাই তিনি তৈরী করেছেন আখের ছিবড়া দিয়ে। সাম্প্রতিক আরজি কর কাণ্ডের মতো ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে। তাই এবার তাঁর তৈরী আখের ছিবড়ার দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রুপ। একদিকে যেমন দুর্গতিনাশিনী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার রুপ তিনি ফুটিয়ে তুলেছেন, অন্যদিকে তেমনি এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখা মেলে। যার চোখে মুখে ফুটে উঠেছে নির্যাতনের ছাপ। প্রতিকী রূপে বাম ভাগে রয়েছে ছুরি, হ্যান্ডকাফ এবং ফাঁসির দড়ি। পুরোটাই তৈরি হয়েছে আগের ছিবড়ে দিয়ে, খরচ মাত্র ২০০ থেকে ৩০০ টাকা।

আরও পড়ুন: https://www.tribetv.in/Panchayat-head-has-been-accused-of-hiding-government-relief

গৃহবধূ শিল্পী অর্পিতা সরকার বলেন, নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এবার অন্তত থামা দরকার। তাই আমার তৈরী প্রতিমাতেও সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে দীর্ঘ এক মাসের চেষ্টা ও অবসরকালীন সময়ে মূলত আখের ছিবড়া ব্যবহার করেই এই প্রতিমা তৈরী হয়েছে। তবে এই ধরণের শিল্পকর্মে বর্তমান প্রজন্ম আগ্রহী হলে তিনি শেখাতে রাজী আছেন বলেই জানিয়েছেন।

বৌমার এই প্রতিভায় খুশী শাশুড়িমা টুলু রাণী সরকার। তিনি বলেন, বাড়ির সব কাজ সামলে এই কাজ করে। এমন অনেক সময় হয়েছে কাজ করতে করতে রাত তিনটে বেজে গেছে, তবুও বিরামহীনভাবে সে কাজ করে গেছে বলে তিনি জানান।