Siliguri News: দুপুর ১টা পর 'ডুমুরের ফুল' চিকিৎসক-নার্স, মুখ থুবড়ে রাঙালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা

শিলিগুড়ি মহকুমার পরিষদের খড়িবাড়ি ব্লকের রাঙ্গালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্বিভাগ। উদ্বোধনের এক মাসের মধ্যে মুখ থুবড়ে পড়েছে অন্তর্বিভাগের স্বাস্থ্য পরিষেবা।

Siliguri News: দুপুর ১টা পর 'ডুমুরের ফুল' চিকিৎসক-নার্স, মুখ থুবড়ে রাঙালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা
দুপুর ১টার পর কোনও পরিষেবা মেলে না এই স্বাস্থ্যকেন্দ্রে (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তনই সার! এ যেন 'যত গর্জায় তত বর্ষায় না' অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী যেখানে চিকিৎসার উন্নতিতে জোর দিচ্ছেন। সাধারণ মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে যেখানে চালু হচ্ছে একের পর এক মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। বিনা চিকিৎসায় যাতে কেউ প্রাণ না হারান তার জন্য গরিব মানুষদের জন্য রাজ্যসরকার সম্প্রতি চালু করেছে Swastha Sathi কার্ড। আর সেই রাজ্যের শিলিগুড়ি জেলায় দেখা গেল স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র! 

শিলিগুড়ি মহকুমার পরিষদের খড়িবাড়ি ব্লকের রাঙ্গালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্বিভাগ। উদ্বোধনের এক মাসের মধ্যে মুখ থুবড়ে পড়েছে অন্তর্বিভাগের স্বাস্থ্য পরিষেবা। দুপুর ১টা বাজলেই তালা ঝুলছে স্বাস্থ্যকেন্দ্রে। বাম আমলের শেষের দিকে মাঝে কিছুদিন একজন ডাক্তার দিয়ে কয়েকদিন হাসপাতালের বহির্বিভাগ চালু হয়েছিল। কিন্তু তারপর প্রায় ১০ বছর ডাক্তারের অভাবে হাসপাতালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ আন্দোলনের পর দু'বছর আগে ফের বহির্বিভাগ চালু হয়। গত ২৬ জুলাই পুরোনো হাসপাতালের একটি ঘর সংস্কার করে ৬ বেডের অন্তর্বিভাগের উদ্বোধন হয়। উদ্বোধনের দিন স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক ঘোষণা করেন, ছয় শয্যার অন্তর্বিভাগ তিনটি শয্যা পুরুষের জন্য আর তিনটি শয্যা মহিলাদের জন্য নির্দিষ্ট করা পরিষেবা।

এদিকে বহির্বিভাগ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তালা পড়ে যাচ্ছে অন্তর্বিভাগে। ২৪ ঘণ্টার পরিবর্তে হাসপাতালে পরিষেবা মিলছে মাত্র ৩ ঘণ্টা। দুপুর ১টার পর থাকছেন না ডাক্তার, নার্স কিংবা কোনও স্বাস্থ্যকর্মী। স্থানীয়দের অভিযোগ, রাঙ্গালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য তিনজন চিকিৎসক নিয়োগ করা হলেও তাঁরা প্রতিদিন পালা করে সপ্তাহে দু'দিন করে আসেন। দুজন নার্সও একদিন পরপর আসেন। এছাড়া এদিন চালু করা হয় প্রসূতি বিভাগ। এই হাসপাতালে দুজন চিকিৎসক, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, দুজন নার্স, একজন জিডিএ থাকবে। এবিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শফিউল আলম মল্লিক বলেন, ''দিনেরবেলা অন্তর্বিভাগ পরিষেবা দেওয়া হচ্ছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসন এখনও তৈরি হয়নি। তাই ২৪ ঘণ্টার পরিষেবা আপাতত নেই।'' তবে কেন হাসপাতালে ১টার পর তালা ঝুলছে তা তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। শীঘ্রই অন্তর্বিভাগ ক'টা থেকে ক’টা পর্যন্ত খোলা থাকবে সেই সম্পর্কিত বোর্ডও লাগানো হবে বলে জানিয়েছেন তিনি। এখন দেখার কবে মেলে দিবারাত্র হাসপাতালের পরিষেবা।