Hooghly News: সমবায় ব্যাংকে কোটি-কোটি টাকার দুর্নীতি! আতান্তরে গ্রাহকরা

সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এ দীর্ঘদিন ধরে গ্রাহকেরা তাদের জমানো টাকা না পেয়ে হয়রানি শিকার হচ্ছিলেন।

Hooghly News: সমবায় ব্যাংকে কোটি-কোটি টাকার দুর্নীতি! আতান্তরে গ্রাহকরা
ব্যাঙ্কের পাশবই হাতে প্রতারিত গ্রাহক (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: চিটফান্ডের পর এবার সমবায় দুর্নীতি। সোনারপুরে (Sonarpur) সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ তুলে যখন রাস্তায় নেমেছে গ্ৰাহকেরা। তখন  দীর্ঘ ৬মাস অতিক্রান্ত হয়ে গেলেও কবে টাকা পাবেন গ্ৰাহকেরা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সিঙ্গুরের খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের শয়ে শয়ে গ্ৰাহক। ইতিমধ্যেই DRCS এর অভিযোগে গ্ৰেফতার হয়েছে সমবায়ের ম্যানেজার ও ক্যাশিয়ার। সূত্রের খবর, সমবায়ে দুর্নীতি নিয়ে শুরু হয়েছে স্পেশাল অডিট ও। অন্যদিকে, দুর্নীতি নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা।

সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এ দীর্ঘদিন ধরে গ্রাহকেরা তাদের জমানো টাকা না পেয়ে হয়রানি শিকার হচ্ছিলেন। তারপরেই সমবায়ে কোটি কোটি টাকা তছরুপের ঘটনা সামনে আসে। তৃণমূল পরিচালিত সমবায়ের পরিচালন সমিতির সেক্রেটারি অশোক কুমার দাস কয়েক মাস আগে সমবায়ের সমবায়ের ম্যানেজার ও ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ তোলেন। অভিযোগ, তারপর থেকে সমবায়ের ম্যানেজার ও ক্যাশিয়ার অর্থ তছরুপের জন্য একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেন।

জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হুগলির ডেপুটি রেজিস্ট্রার অফ্ কো অপারেটিভ সোসাইটি (DRCS) গত ১৬ জুন সিঙ্গুর থানায় সমবায়ে দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ আনা হয়। সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে গত ২৭ জুন। এরপর ধৃতদের চুঁচুড়া স্পেশাল আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছে দুই অভিযুক্ত। এছাড়াও সমবায়ে স্পেশাল অডিট করিয়ে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত সম্পূর্ন তথ্য চেয়ে DRCS-কে চিঠি পাঠানো হয়েছে বলে তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন। সিঙ্গুর ব্লক তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যে ডিয়ার সিএসের পক্ষ থেকে স্পেশাল অডিট শুরু হয়েছে। কিন্তু গ্রাহকেরা তাদের জমানো অর্থ কবে ফেরত পাবে? তা নিয়ে হতাশায় ভুগছেন সমবায়ের গ্রাহকরা। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।।