ACB Raids Telangana: দুর্নীতির বিরুদ্ধে অভিযান, বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি সহ নগদ ৪০ লক্ষ

তেলেঙ্গনা দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, গোটা বিষয়টির সঙ্গে শিব বালকৃষ্ণ ও তার পরিবার যুক্ত। কিন্তু তল্লাশি অভিযানে বাঁ তদন্তে বালকৃষ্ণ বা তাঁর পরিবারের সদস্যরা সহযোগিতা করছেন না।

ACB Raids Telangana: দুর্নীতির বিরুদ্ধে অভিযান, বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি সহ নগদ ৪০ লক্ষ
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নজরে তেলেঙ্গনা! দুর্নীতি দমন শাখার অভিযানে উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকা সহ প্রায় ১০০ কোটির সম্পত্তি। বৃহস্পতিবার তেলেঙ্গনার মোট ১৬টি জায়গায় অভিযানে নামে অপরাধ দমন শাখার ১৮টি দল। তল্লাশি চালায় শহরের একাধিক জায়গায়।

দুর্নীতি দমন শাখার অভিযানে এদিন বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪০ লক্ষ টাকা এবং ১০০ কোটিরও বেশি মূল্যবান সম্পত্তি। অভিযানের সময় বাজেয়াপ্ত সামগ্রীগুলি তেলেঙ্গানা স্টেট রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (TSRERA) এবং হায়দ্রাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (HMDA)।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-Court-questing-that-why-ag-investigate-partha-Chatterjee-case

জানা গিয়েছে, দু'টি সংস্থার প্রাক্তন ডিরেক্টর শিব বালাকৃষ্ণ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। এই অভিযান চালাচ্ছে ACB-এর 18টি দল সহ 16টি জায়গায় অভিযান চলছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। উদ্ধার  হয়েছে প্রায় 100 কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ও সম্পত্তি। তার মধ্যে রয়েছে সোনা, মোবাইল ফোন, ব্যাঙ্কের কাগজপত্র ও ফ্ল্যাট।

আরও পড়ুন:  https://www.tribetv.in/Bengaluru-woman-allegedly-lost-rs-8-lakh-due-to--astrologer-saying-to-get-back-ex-boyfriend-after-black-magic

এই বিষয়ে তেলেঙ্গনা দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, গোটা বিষয়টির সঙ্গে শিব বালকৃষ্ণ ও তার পরিবার যুক্ত। কিন্তু তল্লাশি অভিযানে বাঁ তদন্তে বালকৃষ্ণ বা তাঁর পরিবারের সদস্যরা সহযোগিতা করছেন না। শুধু তাই নয়, তদন্তকারী দলগুলি শিব বালকৃষ্ণের ব্যাঙ্কের লকার সহ অন্যান্য সম্পত্তির খোঁজ পেতে তল্লাশি অভিযান চালাচ্ছেন।