New Criminal Law: নতুন 'ন্যায় সংহিতা' আইনের প্রতিবাদ, হাইকোর্টে শুনানি বয়কট তৃণমূলপন্থী আইনজীবীদের

একই অবস্থা দেখা যায় বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি বিভাস পট্টনায়েক এবং বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসেও। পড়ুন বিস্তারিত...

New Criminal Law: নতুন 'ন্যায় সংহিতা' আইনের প্রতিবাদ, হাইকোর্টে শুনানি বয়কট  তৃণমূলপন্থী আইনজীবীদের
ফাইল চিত্র।।

রিমিক মাঝি, কলকাতা: আজ থেকে দেশজুড়ে লাগু হওয়া তিন নয়া ফৌজদারি আইনের প্রতিবাদে সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি বয়কট করলেন তৃণমূলপন্থী আইনজীবীরা। সোমবার হাইকোর্টের কোনও বিচারপতির এজলাসেই শুনানির সময় তাঁরা উপস্থিত হননি। অধিকাংশ মামলাতে রাজ্য সরকারের আইনজীবীদেরও দাঁড়াতে দেখা যায়নি। ফলে মাসের প্রথম দিনেই তৃণমূলপন্থী আইনজীবীদের বয়কটের কারণে ব্যাহত হাইকোর্টের শুনানি। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে একাধিক মামলার শুনানি থাকলেও আইনজীবীদের এক পক্ষ এজলাসে হাজির হননি। 

একই অবস্থা দেখা যায় বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি বিভাস পট্টনায়েক এবং বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসেও। আইনজীবীরা উপস্থিত না থাকায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বসার পরেও উঠে যায়। এ ছাড়াও অনেক মামলায় আইনজীবীরা উপস্থিত না হওয়ায় শুনানি না করেই ফিরে যান অনেক বিচারপতি। শুনানি না হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষদের হয়রানির শিকার হতে হয়েছে।

আরও পড়ুন: https://tribetv.in/Youth-allegedly-died-due-to-mass-beating-at-hooghly-tarakeswar-areas

শাসকদল তৃণমূল এই তিন আইনকে ‘নির্মম এবং অসাংবিধানিক’ বলে দিবি করেছে। তৃণমূলপন্থী আইনজীবীদের দাবি, নতুন তিন আইনে আইনজীবীদের মতামত প্রতিফলিত হয়নি। একতরফাভাবে এই আইন পাশ করানো হয়েছে। নতুন আইনে বিচারব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হবে। তাই তারা কেন্দ্রের কাছে এই আইন সংশোধনের দাবি জানিয়েছেন। যদিও বামপন্থী আইনজীবীরা এই নতুন আইনের বিরোধিতা করার পাশাপাশি আদালত বয়কটেরও বিরোধিতা করেছে। তাদের দাবি এইভাবে একদিন আদালতের শুনানি বয়কট করে কিছু লাভ হবে না। এইভাবে মোদি সরকারের আইন গুলোকে কোনভাবেই আটকানো যাবে না। তাই প্রতিবাদ করার হলে উপযুক্ত জায়গায় প্রতিবাদ করতে হবে।

আরও পড়ুন: https://tribetv.in/Dacoits-Of-bus-on-the-Road-Form-Siliguri-to-Coochlear

উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রের এই নয়া তিন আইনের বিরোধিতা করে হাইকোর্টের শুনানি বয়কটের ডাক দিয়েছিল রাজ্য বার কাউন্সিল। তার বিরোধিতা করে আদালতে পাল্টা মামলা করেছিল বিজেপি। সেই মামলায় আদালত রায় দিয়েছিল, জোর করে কাউকে বয়কটে অংশগ্রহণ করানো যাবে না। ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন ফৌজদারি আইন সোমবার থেকেই চালু হয়েছে সারা দেশে। ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)-এর পরিবর্তে ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি বিধি)-এর পরিবর্তে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ (ভারতীয় সাক্ষ্য আইন)-এর বদলে ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম’ কার্যকর হয়েছে।