জেটি থেকে নামার সময় বিপত্তি, এখনও নিখোঁজ নদীতে তলিয়ে যাওয়া ২ বোন

রবিবার ডায়মন্ড হারবারে হুগলি নদীতে জেটির ফাক গলে আচমকা তলিয়ে যায় ২ শিশু। ডায়মন্ড হারবার জেটিঘাটে নামার সময় ওই দুর্ঘটনা ঘটে।

জেটি থেকে নামার সময় বিপত্তি, এখনও নিখোঁজ নদীতে তলিয়ে যাওয়া ২ বোন

ট্রাইব টিভি ডিজিটাল: মায়ের চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রায় ১২ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত খোঁজ মিলল না রবিবার হুগলি নদীতে তলিয়ে যাওয়া ২ শিশুকন্যার। 

জানা গিয়েছে, রবিবার ডায়মন্ড হারবারে হুগলি নদীতে জেটির ফাক গলে আচমকা তলিয়ে যায় ২ শিশু। ডায়মন্ড হারবার জেটিঘাটে নামার সময় ওই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ তারা।

পরিবার সূত্রে খবর, দুই নিখোঁজ শিশু সম্পর্কে দিদি ও বোন। তাদের নাম, আতিফা পারভিন ও সিতারা নাজের। পরিবারের বাকি সদস্যরা রাতেই ডায়মন্ড হারবারে আসেন। এখনও বাড়ির শিশুদের খুঁজে না পাওয়া যাওয়ায় তাদের বাড়ির সদস্যরা ভেঙে পড়েছেন। সেখানে এখন শুধু কান্নার রোল। প্রশাসনের তরফে পুরোদমে চেষ্টা চলছে বলেও খবর।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, পরিবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এমনটাই খবর। লঞ্চ থেকে নেমে আসার সময় নদীতে পড়ে যায় তারা। দুই শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তড়িঘড়ি সিভিল ডিফেন্স টিমকেও উদ্ধারকাজে নামানো হয়েছে।

আরও জানা যায়  তপসিয়ার পঞ্চানন তলার বাসিন্দা জাকির হোসেন। তাঁর দুই শিশুকন্যা রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। এদিন সন্ধে সাড়ে ৬'টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। সেখানে নামার সময় ঘটে যায় এই দুর্ঘটনা।