Parliament Monsoon Session 2023: বাংলার হিংসায় চুপ কেন বিরোধীরা, মণিপুর নিয়ে অনুরাগের নিশানায় কংগ্রেস

সংসদের বাদল অধিবেশনের শুরুতেই মণিপুরের ঘটনা নিয়ে তোলপাড় সংসদ। মণিপুরে ২ মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ নিয়ে যখন তোলপাড় গোটা দেশ...

Parliament Monsoon Session 2023:  বাংলার হিংসায় চুপ কেন বিরোধীরা, মণিপুর নিয়ে অনুরাগের নিশানায় কংগ্রেস
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: বৃহস্পতিবার (২০ জুলাই) সংসদের বাদল অধিবেশনের শুরুতেই মণিপুরের ঘটনা নিয়ে তোলপাড় সংসদ। মণিপুরে ২ মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ নিয়ে যখন তোলপাড় গোটা দেশের রাজনৈতিক মহল, ঠিক তখনই সংসদে সকল বিরোধী দলকে একাট্টা নিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। মণিপুরের ঘটনায় বিরোধীদের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন তিনি বলেন, ''বাংলা-রাজস্থানের ঘটনায় নিশ্চুপ কেন বিরোধীরা? বাংলায় মহিলাদের উপর অত্যাচার নিয়ে নীরব কংগ্রেস!'' মণিপুরের ঘটনা নিয়ে কংগ্রেসকে নিশানা অনুরাগ ঠাকুরের। মহিলাদের উপর অত্যাচার নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেন তিনি। 

এদিকে মণিপুরে ইস্য্যুতে বাদল অধিবেশন শুরুর প্রথম পর্বেই মুলতুবী হয়ে যায় সংসদ। সংসদের অধিবেশন শুরু হতেই মণিপুরের পরিস্থিতি নিয়ে সরব হন দেশের বিভিন্ন বিরোধীদলের নেতারা। বিভিন্ন বিরোধী দলের নেতারা। মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নোটিশ জমা দিয়েছেন তাঁরা। এদিকে বৃহস্পতিবার বাদল অধিবেশনের শুরুতেই বৈঠকে বসেন রাজ্যসভার বিরোধী দলের সদস্যরা। সেই বৈঠকে ছিলেন আপের সঞ্জয় সিং, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, সিপিআই-এর বিনয় বিশ্বম, আরজেডি-র মনোজ ঝা, ডিএমকে-র টিআর বাবু, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, এনসিপি-র ফৌজিয়া খান, সিপিআইএম-এর এলামারাম করিম, জেএমএম-এর মহুয়া মাঝি, শিবসেনার (উদ্ধব) প্রিয়ঙ্কা চতুর্বেদী। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গেও উপস্থিত ছিলেন এই বৈঠকে। 

অন্যদিকে, মণিপুরের ঘটনার প্রায় ৭৮ দিনের মাথায় আজ প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সংসদের বাদল অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ''মণিপুরে যা ঘটেছে তা নিন্দনীয়। মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন ঘটনায় আমি দুঃখিত। এই ঘটনা দেশবাসীর মাথা হেঁট করে দিয়েছে। এই ধরনের অমানবিক, নৃশংস ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। প্রকৃত দোষীদের সাজা দেওয়া হবে। এই ধরনের ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জার। মণিপুরের ঘটনায় আমি ক্ষুদ্ধ, আমি ব্যথিত। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলব কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, চরম নিন্দনীয় ঘটনা।'' 

উল্লেখ্য, মণিপুর নিয়ে যখন ঝড় উঠছে সংসদে, ঠিক তখনই প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির হুঁশিয়ারী দিয়ে মুখ খোলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী N.Biren Singh। তিনি জানিয়েছেন, ২ নারীকে নৃশংস নির্যাতনের ঘটনায় এখনও পর্যন্ত ১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত সব দোষীদের গ্রেফতার করে কঠোরতম সাজা দেওয়া হবে। অপরাধের নৃশংসতা বিচার করে প্রয়োজনে ফাঁসির সাজার হুঁশিয়ারী দিয়েছেন তিনি।