বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে শ্বাসরোধ করে খুন স্ত্রীর

মৃত মো: সাহারাব মণ্ডলের ছেলে মাসুদুল মণ্ডলের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আর তারই প্রতিবাদ করেছিল বাবা তার পরিণতি খুন।

বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে শ্বাসরোধ করে খুন স্ত্রীর

ট্রাইব টিভি ডিজিটাল: স্ত্রীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে  খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আমডাঙ্গার সসিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

মৃত মো: সাহারাব মণ্ডলের ছেলে মাসুদুল মণ্ডলের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আর তারই প্রতিবাদ করেছিল বাবা তার পরিণতি খুন। পুলিশের কাছে মৃতের ছেলে দাবি করেন, দোষীর উপযুক্ত শাস্তি হোক। মো:সহরব মণ্ডলের দেহ উদ্ধার করে আম ডাঙা থানার পুলিশ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা  করেন।

ঘটনায় আমডাঙা থানার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। দেহটিকে আজই বারাসাত মর্গে  ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে আম ডাঙা থানার পুলিশ। অন্যদিকে, সাত সকালে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানার গোপালপুরে। খরব পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনজির ঔরঙ্গজেব(৩৪)। সে চাঁচল থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল। বাড়িতে রয়েছে দুই নাবালক সন্তান সহ স্ত্রী ও বাবা মা। দুই ভাইয়ের মধ্যে মনজির বড়ো।

 পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে চাষিরা চাষাবাদের কাজে যাওয়ার সময় আমবাগানে মনজিরের নিথর ঝুলন্ত দেহ দেখতে পান।ঘটনাটি ঘটেছে মৃতের বাড়ি থেকে প্রায় এক কিমি অদূরের আমবাগানে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায়  চাঁচল থানায় কর্মরত সিভিক খরবা জিপির কালিগঞ্জের ফিরদৌসি খাতুন(লিলি)দলবল নিয়ে মনজিরের বাড়িতে চড়াও হন। তখন মনজির বাড়িতে না থাকায় তার স্ত্রী ও মাকে হুমকি দেন।

মনজির আমার ফোন রিসিভ করছে না। যদিও ফোন না তুলে প্রানে মেরে ফেলব! সেই হুমকির পরেই রাত থেকেই নিখোঁজ ছিল মনজির। বাড়ির সদস্যরা গোপনে তল্লাশিও চালাচ্ছিল। তবে সকাল হতেই বাড়িতে এসে পৌঁছয় দুঃসংবাদ। পরিবারের দাবি, মহিলা সিভিক ফিরদৌসি খুন করেছে মনজিরকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।