গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, ২২ এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা রাজ্যের

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে।

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, ২২ এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা রাজ্যের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: অতিরিক্ত তাপপ্রবাহে এগিয়ে আনা হল স্কুলের ছুটি। আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি। একদিকে ভোট অন্যদিকে গরম! অতিরিক্ত তাপপ্রবাহ থেকে বাঁচতে বাড়তি সতর্কতা হিসেবে গরমের ছুটি ঘোষণা রাজ্য সরকারের। বিজ্ঞপ্তি দিয়ে ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা নবান্নের। সরকার পোষিত ও বেসরকারি স্কুলগুলিকেও এই নির্দেশিকা মানতে অনুরোধ নবান্নের। 

ভোটের বঙ্গে রাজনৈতিক পারদের সঙ্গে সঙ্গে চড়চড় করে বাড়ছে গরম হাওয়া। শুক্রবার থেকে আগামী আরও ৩ দিন কলকাতায় তাপপ্রবাহের সতর্ক বার্তা হাওয়া অফিসের। বেলা যত বাড়ছে ততই অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়ছে। গন্তব্যে বেরিয়ে টানা রোদে ঘেমেপুড়ে একাকার অবস্থার আমজনতার। আর এই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গবাসীর জন্য খানিকটা স্বস্তির খবর। আগামীকাল উত্তরবঙ্গে প্রথম দফার ভোট। তবে কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস হাওয়া অফিসের। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। অপরদিকে বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: https://www.tribetv.in/TMC-complains-against-CV-Anand-Bose-in-Election-Commission

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ সমস্ত জেলাতেই চলবে তাপপ্রবাহ। বইবে লু। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে শুস্ক হাওয়াহীন বাতাসের প্রবাহ এবং অতিরিক্ত রোদের কারণে দক্ষিণের জেলাগুলিতে বাড়ছে গরম। শুধু তাই নয়, খাতায় কলমে এখন বৈশাখ মাস হলেও আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।   `