Cardiac arrest in Flight: চলন্ত বিমানে যাত্রীর ২ বার হার্ট অ্যাটাক, সহযাত্রী চিকিৎসকের তৎপরতায় বাঁচল প্রাণ!

এই ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটে গিয়েছে। ব্রিটেন থেকে ভারতে আসছিল বিমান। বিমানের সফর ছিল ১০ ঘণ্টার। আচমকা কেবিন ক্রিউ কোনও চিকিৎসকের খোঁজ করেন। তাঁরা ঘোষণা করেন বিমান সফরে একজন অসুস্থ হয়ে পড়েছেন। ফলে প্রয়োজন চিকিৎসকের। ততক্ষণে বিমানে চলতে গিয়ে ওই ব্যক্তি হার্ট অ্যাটাকের জেরে লুটিয়ে পড়েন মাটিতে। জানা যায়, কোনও এক যাত্রীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

Cardiac arrest in Flight: চলন্ত বিমানে যাত্রীর ২ বার হার্ট অ্যাটাক, সহযাত্রী চিকিৎসকের তৎপরতায় বাঁচল প্রাণ!
এই ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটে গিয়েছে। ব্রিটেন থেকে ভারতে আসছিল বিমান। বিমানের সফর ছিল ১০ ঘণ্টার। আচমকা কেবিন ক্রিউ কোনও চিকিৎসকের খোঁজ করেন। তাঁরা ঘোষণা করেন বিমান সফরে একজন অসুস্থ হয়ে পড়েছেন। ফলে প্রয়োজন চিকিৎসকের। ততক্ষণে বিমানে চলতে গিয়ে ওই ব্যক্তি হার্ট অ্যাটাকের জেরে লুটিয়ে পড়েন মাটিতে। জানা যায়, কোনও এক যাত্রীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।