অস্বস্তি বাড়ল কেজরিওয়ালের, জামিনের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলমুক্তি আরও পিছানোর সম্ভাবনা।  জানুন বিস্তারিত...

অস্বস্তি বাড়ল কেজরিওয়ালের, জামিনের রায়ে  সাময়িক স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বস্তি মিললেও অস্বস্তি পিছু ছাড়ছে না অরবিন্দ কেজরিওয়ালের। বৃহস্পতিবার আবগারি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)। জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল। জামিনের পরেই কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। রাউস অ্যাভিনিউ আদালতের কেজরির জামিনের রায়ের বিরুদ্ধে আজই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইডি (ED)। 

বৃহস্পতিবার কেজরির জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। তবে ইডির আবেদনের জন্য নিম্ন আদালতের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলমুক্তি আরও পিছানোর সম্ভাবনা।  

আরও পড়ুন: https://tribetv.in/former-forest-minister-jyotipriya-mallick-appears-to-high-court-for-seeking-baill

শুক্রবার দিল্লি হাই কোর্টে আবেদন করে ইডির তরফে বলা হয়, বৃহস্পতিবার রাত আটটার সময়ে জামিন দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই রায়ের বিরোধিতা করার সুযোগ পায়নি ইডি। নিম্ন আদালতের রায়ে দ্রুত স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু। পাশাপাশি কেজরির (Arvind Kejriwal) জামিনের বিরোধিতা মামলার যেন দ্রুত শুনানি হয়, সেই আবেদনও জানায় ইডি। সেই আবেদনে সাড়া দিয়ে শুরু হয় মামলার দ্রুত শুনানি। 

প্রসঙ্গত, এর আগে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করেছিল। গ্রেফতারির বিষয়টিকে লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক আক্রমণ করে দাবি করা হয়েছিল কেজরিওয়ালের শিবিরের তরফে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিল ওই আদালত।