'কিছুটা মুসলিম ভোট কাটার জন্য দাঁড়িয়েছে, জেতার জন্য নয়', রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী ভিক্টরকে তীব্র আক্রমণ মমতার

একদা ফরওয়ার্ড ব্লক থেকে বিধায়কও হয়েছিলেন। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন ভিক্টর। ছাত্র রাজনীতি থেকে তাঁর নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন কংগ্রেসের এই প্রার্থী। তাঁর বাবা রমজান আলি দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের টিকিটে জিতেছিলেন।

'কিছুটা মুসলিম ভোট কাটার জন্য দাঁড়িয়েছে, জেতার জন্য নয়',  রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী ভিক্টরকে তীব্র আক্রমণ মমতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: দ্বিতীয় দফায় ভোট রায়গঞ্জে। শেষ মুহুর্তে জোর কদমে প্রচার চালাচ্ছে সব পক্ষ। এই কেন্দ্রটিতে লড়াই এবার যথেষ্ট কঠিন এমন কথাও ঘুরছে বিজেপির অন্দরে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের রায়গঞ্জে প্রচার করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের জনসভা থেকে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'তৃণমূল যাতে ভোটে জিততে না পারে তার জন্য দাঁড়িয়েছে ভিক্টর। আগে ফরওয়ার্ড ব্লক করত। হেরে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন' বলেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।  

লোকসভা নির্বাচনে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। এবার এই কেন্দ্রে জমজমাট লড়াই হতে চলেছে তিন প্রার্থীর মধ্যে। কংগ্রেসের হয়ে এই আসনে লড়ছেন আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন কৃষ্ণ কল্যাণী এবং বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিকে দ্বিতীয় দফা ভোটের আগে রায়গঞ্জে প্রচারে এসে ফের বিজেপি-বাম ও কংগ্রেসকে একযোগে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ শানান এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে। বলেন, 'কিছুটা মুসলিম ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। ভোটে জেতার জন্য নয়।' ঠিক এ ভাষাতেই কটাক্ষ করেন তিনি। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Left-chairman-Biman-Bose-attack-TMC-Manifesto-On-left-published-Manifesto

রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি রায়গঞ্জ কেন্দ্রে বিধায়ক ছিলেন। এলাকার মানুষের কাছে তিনি পরিচিত। সাংগঠনিক ভাবেও দক্ষ। প্রার্থী হওয়ার পর সব পক্ষকে একজোট করে প্রচার চালাচ্ছেন।  ব্যবসায়ী হওয়ায় মার্চেন চেম্বারগুলির সঙ্গেও যোগাযোগ ভালো। অন্য দিকে জোটের এখানে কংগ্রেস প্রার্থী ইমরান আলি রামজ। ভিক্টর বলেই পরিচিত।

আরও পড়ুন: https://www.tribetv.in/WB-CM-Mamata-Banerjee-declared-summer-vacation-to-all-government-and-nob-government-schools

একদা ফরওয়ার্ড ব্লক থেকে বিধায়কও হয়েছিলেন। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন ভিক্টর। ছাত্র রাজনীতি থেকে তাঁর নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন কংগ্রেসের এই প্রার্থী। তাঁর বাবা রমজান আলি দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের টিকিটে জিতেছিলেন। তিনি তৎকালিন সময়ে গোয়ালপোখরের বিধায়কও ছিলেন। অন্যদিকে, তাঁর কাকা হাফিজ আলম সাঈরানিও ওই এলাকার বিধায়ক, এবং পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের ত্রাণ ও পুনর্বাসন দফতরের মন্ত্রী হয়েছিলেন। তবে ভিক্টর পরবর্তীকালে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন। তাঁকেই এবার রায়গঞ্জের জন্য প্রার্থী হিসেবে বেছে নেয় কংগ্রেস। তবে এই কেন্দ্রের অন্যতম দাবিদার ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সির জায়া দীপা দাশমুন্সি। সংখ্যালঘু ভোট ইমরানের দিকে আসতে পারে এমন আশা করেও জেলা কংগ্রেসের অন্দরে প্রার্থীকে নিয়ে দ্বিমতও রয়েছে। সবমিলিয়ে রায়গঞ্জ লোকসভার এবারের লড়াই জমজমাট।