মহারণের শিরোনামে দিল্লির কুর্সি, হেভিওয়েটের লড়াইয়ে এগিয়ে কোন দল!

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী যুদ্ধ। সাত পর্বের ভোটের মধ্যে আজ  বঙ্গ ৩ কেন্দ্র সহ ১০২ টি লোকসভা আসনে নির্বাচন চলছে। পড়ুন বিস্তারিত...

মহারণের শিরোনামে দিল্লির কুর্সি,  হেভিওয়েটের লড়াইয়ে এগিয়ে কোন দল!

ট্রাইব টিভি ডিজিটাল: চব্বিশের মহারণের আজ প্রথম দফা শুরু। দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে দেশজুড়ে গণতন্ত্রের উৎসবে শামিল বাংলা সহ ২১ টি রাজ্য। আজ বাংলা সহ উত্তর পূর্ব ভারত ও দক্ষিণের একাধিক রাজ্যে ভোট। শুক্রবার সকাল থেকেই দিকে দিকে ভোটাধিকার প্রয়োগ  সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীদের।  

 আজ সকাল সাতটা থেকেই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী যুদ্ধ। সাত পর্বের ভোটের মধ্যে আজ  বঙ্গ ৩ কেন্দ্র সহ ১০২ টি লোকসভা আসনে নির্বাচন চলছে। সুদূর দক্ষিণ থেকে প্রান্তিক উত্তর-পূর্বের মোট ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে প্রথম দফায় ভোট গ্রহণ। স্বাভাবিকভাবেই রয়েছে বেশ কয়েকটি শক্তিশালী কেন্দ্র। এই পর্বের লড়াইয়ে আছেন শাসক-বিরোধী দুই শিবিরের হেভিওয়েট। একদিকে দশ চছরের শাসনের ইতিবাচক খতিয়ান পেশ করে ও রাম মন্দিরকে ঘিরে হিন্দুত্বের হাওয়া তুলে ভোটবাক্সে বাজিমাত করতে চাইছে বিজেপি। অন্য দিকে কেন্দ্রীয় বঞ্চনা, মূল্যবৃদ্ধি, বেকারত্বকে হাতিয়ার করে সরব হয়ে ময়দানে নেমেছে বিরোধীরা। প্রথম দফার সবচেয়ে হেভিওয়েট প্রার্থী বিদায়ী সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। আরএসএসের গড় নাগপুর থেকে হ্যাটট্রিক করার লক্ষ্যে নামছেন তিনি। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রতিপক্ষ বিকাশ ঠাকরে।

প্রথম দফায় হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি অরুণাচল পশ্চিম কেন্দ্রে হ্যাটট্রিকের লক্ষ্যে নামছেন। হেভিওয়েটদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও। এবার তিনি লোকসভায় লড়ছেন অসমের ডিব্রুগড় থেকে। দু’দশক পর ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সোনওয়াল। তাঁর চ্যালেঞ্জ কংগ্রেসের জোটসঙ্গী অসম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ। অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে। এবার হাত চিহ্ন নিয়েই মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় লড়ছেন নকুল নাথ। কদিন আগে তাঁর বিজেপি যোগের জল্পনা ছড়িয়েছিল। শেষ পর্যন্ত কংগ্রেস ছাড়েননি কমল নাথের ছেলে। তিনিও রয়েছেন হেভিওয়েট প্রার্থী তালিকায়।

আরও পড়ুন: https://www.tribetv.in/Mamata-Banerjee-attacks-BJP-over-CORRUPTIONS-ISSUE#google_vignette

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি এবারও প্রার্থী। ২০১৯-এ যে শিবগঙ্গা থেকে লড়েছিলেন এবারও সেই আসনেই লড়বেন তিনি। তামিলনাড়ু রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন শিবগঙ্গা। গতবার ওই রাজ্যে খাতাই খুলতে পারেনি বিজেপি। তালিম ভূমিকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক- বিরোধী উভয় শিবিরও। ছেলে শিবগঙ্গা থেকে নিজের গড় বাঁচানোর চেষ্টায়, এরই মধ্যে প্রথম দফায় ভোট দিলেন পি চিদম্বারম।

আরও পড়ুন:   https://www.tribetv.in/Mamata-Banerjee-attacks-congress-candidate-ali-imran-ramaz-over-vote-issue-at-raiganj

নির্বাচনের প্রথম দফাতেই বেশ কয়েকটি নজরকাড়া কেন্দ্রের ভোট। সারাদেশে পদ্ম ফোটাতে মরিয়া চেষ্টায় বিজেপি। নির্বাচনের আগেই দক্ষিণ ভারত থেকে উত্তরের সীমানা, প্রান্তিক উত্তর-পূর্বের কার্যত সব রাজ্যেই গেরুয়া ঝড় তুলতে চাইছেন নরেন্দ্র মোদি। পাল্টা মোদিকে পরাস্ত করতে একজোট বিরোধীরাও। তবে দিল্লি বাড়ি দখলের লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, তা অবশ্য সময়ই বলবে।