মহিলাদের ক্যানসার রোধে সার্ভাইক্যাল টিকা, বাজেটে বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর

দেশজুড়ে গত ১০ বছরে মহিলাদের উন্নয়নে কী করা হয়েছে, বাজেটে সে কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক প্রকল্পের পাশাপাশি উঠে এল শিক্ষা সহ সব ক্ষেত্রে মহিলাদের উপস্থিতির কথা। জানুন বিস্তারিত...

মহিলাদের ক্যানসার রোধে সার্ভাইক্যাল টিকা, বাজেটে বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় মোদি সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেন অন্তর্বর্তী বাজেট। বাজেট বক্তৃতায় নারী শক্তির কথা উঠে এল অর্থমন্ত্রীর মুখে। আয়কর কাঠামো অপরিবর্তিত থাকলেও মহিলাদের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন ৯ থেকে ১৪ বছরের মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যানসারের টিকার ঘোষণা করেন তিনি। 

দেশজুড়ে গত ১০ বছরে মহিলাদের উন্নয়নে কী করা হয়েছে, বাজেটে সে কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক প্রকল্পের পাশাপাশি উঠে এল শিক্ষা সহ সব ক্ষেত্রে মহিলাদের উপস্থিতির কথা। অর্থমন্ত্রী উল্লেখ করলেন, নিজেদের ব্যবসা শুরু করে মহিলারা যেভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তা উল্লেখযোগ্য। বিশেষ গুরুত্ব হিসাবে এদিনের বাজেটে উঠে আসে সার্ভাইকাল ক্যানসারের টিকার ঘোষণা। দেশের ৯ থেকে ১৪ বছরের মেয়েদের সার্ভাইকাল ক্যানসারের টিকা দেওয়া হবে।

ভারতীয় চিকিৎসাক্ষেত্রে প্রায় যুগান্তকারী বলা চলে। এবার ভারতে মিলতে চলেছে জরায়ুর মুখের ক্যানসারের টিকা বা সার্ভাইক্যাল ক্যানসারের টিকা। দেশে এই প্রসঙ্গ প্রথম নয়, আগেই উঠে এসেছিল এই সম্পর্কে বিশেষ তথ্য। এটি 'ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি'র সঙ্গে যৌথভাবে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আগামি দু বছরে ২ কোটি এই ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে টিকার দাম। আপাতত জানা গেছে, বাজারে এলে এর দাম হতে পারে ২০০ থেকে ৪০০ টাকা। জিতেন্দ্র সিং কেন্দ্রীয় মন্ত্রীও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শীতকালীন শেষ অন্তর্বর্তী বাজেটে একথায় সিলমোহর দিলেন।