West Bengal News: দুয়ারে পঞ্চায়েত, নানুরে উদ্ধার জার ভর্তি বোমা

শুধু মুর্শিদাবাদ নয়, প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মালদহের চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। জানা গিয়েছে, এলাকারই একটি নলকূপের ধারে মজুত ছিল বোমা।

West Bengal News: দুয়ারে পঞ্চায়েত, নানুরে উদ্ধার জার ভর্তি বোমা
খড়ের গাদা থেকে উদ্ধার জার ভর্তি বোমা (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই জেলায়-জেলায় বোমা উদ্ধার ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। গতকালের পর আজ ফের একবার মুর্শিদাবাদে খড়গ্রাম থানার রহিগ্রাম থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। সূত্রের খবর, শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রহিগ্রামে একটি কালভার্টের নীচে থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ। এদিন সকালে গ্রামের বাসিন্দাদের নজরে আসে একটি ব্যাগে বোমা মজুত করে রাখা আছে। তারপরে খড়গ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড দলকে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। 

এদিকে শুধু মুর্শিদাবাদ নয়, প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মালদহের চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। জানা গিয়েছে, এলাকারই একটি নলকূপের ধারে মজুত ছিল বোমা। বৃহস্পতিবার রাত ৮'টা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। প্রাথমিক তদন্তে অনুমান বোমা রয়েছে ওই স্থানে। রাত থেকে ঘটনাস্থলে রয়েছে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। পুলিশের অনুমান, আরও বোমা মজুত থাকতে পারে ওই এলাকায়। বোম স্কোয়াডের চিরুনি তল্লাশিতে সাফল্য মেলে। কল থেকে প্রায় ১০০ মিটার দূরেই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে বোম স্কোয়াড। প্রায় ২৩ টি তাজা বোমা উদ্ধার হয়। এরপরই ঘটনাস্থলে চাচল থানার পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল ও আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর উপস্থিতিতে বোমা গুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। অন্যদিকে বোমা মজুতের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। 

অন্যদিকে, আবারও বিপুল পরিমানে তাজা বোমা উদ্ধার বীরভূমে। এবার ঘটনাস্থল বীরভূমের নানুর থানার থুপসড়া অঞ্চলের তাখোড়া গ্রাম। দুটি জারে ৭০টি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো ঘিরে রাখে নানুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতভর অভিযান চালায় নানুর থানার পুলিশ। বীরভূমের নানুর থানার থুপসড়া অঞ্চলের তাখোড়া গ্রামে খড়ের গাদা থেকে দুটি জারে ৭০টি তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। এরপর খবর দেওয়া হয়ে সিআইডির বম্ব স্কোয়াডকে। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে আবারও বিপুল পরিমাণ বোমা উদ্ধারে রীতিমত চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।