মেসি বনাম এমব্যাপে, কাপযুদ্ধের শেষদিনে উন্মাদনায় ফুটছে চন্দননগরের ফরাসী সমর্থকরা

ফাইনালের আগে তাই চর্চা মেসি না এমবাপে। ৮৬'র মারাদোনা আর আর্জেন্টিনা সেই যে মানুষের হৃদয় জয় করেছিল তা প্রবাহ মান মেসিকে নিয়ে।

মেসি বনাম এমব্যাপে, কাপযুদ্ধের শেষদিনে উন্মাদনায় ফুটছে চন্দননগরের ফরাসী সমর্থকরা

ট্রাইব টিভি ডিজিটাল: সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল।বাঙালীর ফুটবল প্রীতি নিয়ে হরেক গল্প কাহিনী ঝগড়া গান ইস্টবেঙ্গল মোহনবাগান আছে। আর বিশ্বকাপের আসর বসলেই সেই ঝগড়া ব্রাজিল আর্জেন্টিনা হয়ে যায়। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সের মুখোমুখি।

ফাইনালের আগে তাই চর্চা মেসি না এমবাপে। ৮৬'র মারাদোনা আর আর্জেন্টিনা সেই যে মানুষের হৃদয় জয় করেছিল তা প্রবাহ মান মেসিকে নিয়ে। গত রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন ভগ্ন হয়েছিল আর্জেন্টিনা ভক্তদের। এবার দূরন্ত ছন্দে রয়েছেন এমএল -১০ তাই কাতার বিশ্বকাপে মেসি জাদুতে ভর করে আবার কাপ নিয়ে যাবে আর্জেন্টিনা বিশ্বাস করতে শুরু করেছে মেসি ভক্তরা। 

ফাইনালের আগে তাই পাড়ায় পাড়ায় নীল সাদা পতাকা আর মেসি মারাদোনার ছবি। কোথায় যাগযজ্ঞ তো কোথাও পুজো পাঠ মেসি বন্দনা চলছে সর্বত্র ।চুঁচুড়া রথতলা,কামারপাড়া থেকে ব্যান্ডেল ছবিটা একই। চন্দননগর এখন এক টুকরো আর্জেন্টিনা। পিছিয়ে নেই ফ্রান্সের সমর্থকরাও।  চন্দননগরের রাস্তা শুধু নীল সাদা লালে ভরে গিয়েছে। এক সময়ের ফরাসি উপনিবেশ চন্দননগরে এখনও বিশ্বকাপ হলে ফ্রান্সকে সমর্থন করে এখানের মানুষজন। সকলেই এখন এমবাপে গ্রিয়েজম্যানদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত। চন্দননগর স্টেশন রোডে এমবাপেদের জন্য চলছে যজ্ঞ। ফ্রান্সের পতাকা নিয়ে উল্লাসে মেতেছে আট থেকে আশি।